1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কম সময়ে যেভাবে পাবেন

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ২৭৫ বার

প্রতিদিন নানা কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা বেড়েই চলছে। তবে অসাবধানতার কারণে পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন? জেনে নিন কম সময়ে কীভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন।

১. জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।

২. রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের নিচতলায় পরিচয়পত্র প্রদান অফিস/তথ্যকেন্দ্র থেকে বিনামূল্যে ‘হারানো ফর্ম’ সংগ্রহ করুন।

৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।

৪. ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত অ্যাকাউন্টে ফি হিসেবে ৩৬৮ টাকা জমা দিন। প্রমাণ হিসেবে TRX (টাকা পাঠানোর পর মেসেজে নম্বর আসে) তা ফরমে লিখুন।

৫. ফরমের সঙ্গে সাধারণ ডায়েরির ফটোকপি যুক্ত করুন।

৬. যে কোনো সরকারি কর্মদিবসে ফরমটি নিচতলার ওই তথ্যকেন্দ্রে দুপুর ১২টার আগে জমা দিন। বেলা ১টার মধ্যেই পেয়ে যাবেন আপনার জাতীয় পরিচয়পত্র।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র জরুরি ভিত্তিতে পাওয়ার জন্য ৩৬৮ টাকা ফি হিসেবে জমা দিতে হয়। তবে বিনামূল্যে পেতে চাইলে ১০ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog