1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

ধর্মঘটে কুয়াকাটায় আটকা পড়েছে ২ হাজার পর্যটক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৩৮৮ বার

প্রতিবেদক: দেশব্যাপী পরিবহন ধর্মঘটে সমুদ্র সৈকত কুয়াকাটায় আটকা পড়েছেন প্রায় ২ হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ পরিবহন বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন এসব পর্যটকরা।

দ্বিতীয় দিনের মতো চলছে দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অচল হয়ে পড়েছে সারাদেশ। রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, কুয়াকাটায় পর্যটক সংখ্যা কিছুটা কম। এরপরেও প্রায় ২ হাজারের অধিক পর্যটক আটকা পরেছে।

পর্যটকরা জানান, ধর্মঘটের কারণ ঢাকায় ফিরতে পারছেন না তারা। অন্যদিকে অর্থনৈকি সমস্যাও দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত ধর্মঘট প্রত্যাহারের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তারা বলেন, দেশের মানুষ পরিবহন মালিক-শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই ধর্মঘটের প্রথা বন্ধ হওয়া উচিৎ।

হোটেল ব্যবসয়ীরা বলেন, গাড়ি চলাচল বন্ধ থাকায় অধিকাংশ বুকিং বাতিল হয়েছে। যাদের সিডিউল আছে, বুকিং আছে, অ্যাডভান্স করেছে কিন্তু ধর্মঘটের কারণে তারা আসতে পারছে না। ধর্মঘটের কারণে ব্যবসা বন্ধের পথে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog