1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন

রানি এলিজাবেথকে যেসব নামে ডাকেন তার নাতিরা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৩৪৯ বার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ‘রাজকীয় গৌরবের’ অংশ হিসেবে তার সঙ্গে সাক্ষাতের সময় সাধারণ মানুষকে নতজানু হয়ে অভিবাদন জানাতে হয়। তবে, তার ‘ক্লোজ ডোরের’ পিছনের মানুষদের জন্য এই নিয়মে রয়েছে শিথিলতা।

রানির জন্য তার নাতিদের রয়েছে বেশ কিছু প্রীতিশীল ডাকনাম।

২০১২ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উইলিয়াম ও হ্যারি তাদের দাদিকে নিয়ে অনেক বেশি উল্লসিত ছিলেন। সেসময় তাদের দাদির পাশেই ছিলেন জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ।

আপাতদৃষ্টিতে উইলিয়াম ও হ্যারি যেন তার দাদিকে তখন বলছিল, ‘এগিয়ে যাও গ্র্যানি, আমাদের দলভুক্ত হও, ওল্ড ইয়াং!’

কিন্তু তার নাতিরা কেবল এই একটি নামেই ডাকে না। তাদের রয়েছে আরো বেশ কিছু নাম।

বিখ্যাত কলামিস্ট লেখক রিচার্ড কে ‘ডেইলি মেইলে’ লিখেন যে, বাকিংহাম প্যালেসে রানি একবার পড়ে যান। তারপর থেকে তরুণ উইলিয়াম তাকে ‘গ্যারি’ বলে ডাকা শুরু করেন।

ওই সময় পরিবারের সদস্যরা  উইলিয়ামকে জিজ্ঞাসা করলেন, ‘কে এই গ্যারি?’ রানি তৎক্ষণাৎ এতে সাড়া দিয়ে বলেন, ‘আমিই হচ্ছি ওদের গ্যারি’ এবং এটি তাকে বেশ তাড়িত করে।

রানি ব্যাখ্যা করে বলেন, ‘উইলিয়ামের এখনো ‘গ্রান্নি’ আয়ত্তে আসেনি।’

রানির জন্য তার তিন বছর বয়সী প্রপৌত্র প্রিন্স জর্জেরও একটি প্রীতিকর নাম রয়েছে। রানির ৯০তম জন্মদিন উপলক্ষে গত গ্রীষ্মে একটি টিভি সাক্ষাতৎকারে রানি নিজেই এ তথ্য জানান।

ডাচেচ অব কেমব্রিজ কেট মিডলটন জানান, জর্জ তাকে (রানিকে) গ্যান গ্যান বলে ডেকে থাকেন।

তার মতে, এটা হচ্ছে কেবলই আকর্ষণীয় ডাক নাম। তিনি এটিকে দীর্ঘ দিনের রাজকীয় ঐতিহ্য হিসেবে চিহ্নিত করেন।

আমেরিকান জীবনীকার কেটি কেলি দাবি করেন যে, গ্যান গ্যান নামটি গ্রহীত হয়েছে প্রিন্স চার্লস উইলিয়ামের  মাধ্যমে।

সূত্র: এমএসএন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog