1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

তীব্র তাপদাহে জাপানে ১৪ জনের প্রাণহানি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ১৭০ বার

সূর্যোদয়ের দেশ জাপানে তীব্র তাপদাহে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (১৭ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৬ জুলাই) দেশটির বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী টোকিওতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সংস্থাটি বলছে, সাধারণত জুলাই মাসে এতো তাপমাত্রা থাকে না।

জাপানে ৩৫ ডিগ্রি বা তার ওপরের তাপমাত্রাকে ‘তীব্র তাপদিন’ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির আবহাওয়া অফিস ইতোমধ্যে সতর্কতা জারি করেছে। গরম থেকে বাঁচতে শহরের বিভিন্ন ওয়াটার পার্কে ভিড় বাড়াচ্ছেন সেখানকার মানুষজন। সমুদ্রের ধার থেকে পার্কে সারাক্ষণ শরীর ভিজিয়ে রাখছেন পুরুষ এবং নারীরা।

কিন্তু যেভাবে উষ্ণতার আঁচে পুড়ছে দেশ। তাতে দেশের মানুষের শারীরিক বিষয় নিয়েও চিন্তিত জাপান সরকার। এ অবস্থায় আবহাওয়া থেকে বাঁচতে মানুষকে আগে থেকে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে সরকার।

সূত্র: নেট্রাল নিউজ ডট কম

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog