1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

সরকারি ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২১৯ বার

নতুন বছরের প্রথম সপ্তাহে ব্যাংক খাত থেকে নেয়া মোট সরকারি ঋণের পরিমাণ ছিল ৯৩ হাজার ৩৬৭ কোটি টাকা। তবে জানুয়ারি শেষে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭৬৯ কোটি টাকায়।

এদিকে গত বছরের শেষের দিকে সরকারি ঋণের পরিমাণ অত্যাধিক হারে বেড়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব আদায়ে ঘাটতি থাকলে অনেক সময় বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিতে হয় সরকারকে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, ২০১৯ সালের ৫ জানুয়ারি শেষে ব্যাংক খাত থেকে নেয়া মোট ঋণের পরিমাণ ছিল ৯৩ হাজার ৩৬৭ কোটি টাকা। তবে জানুয়ারি মাস শেষে ৩ হাজার ৫৯৮ কোটি টাকা কমে এসেছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ হাজার ৭৬৯ কোটি টাকা।

২০১৭-১৮ অর্থবছরের শেষে ব্যাংক থেকে সরকারি ঋণের পরিমাণ ছিল ৮৮ হাজার ২৫৮ কোটি টাকা। সুতরাং সাত মাসের ব্যবধানে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫১১ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, ব্যাংক ব্যবস্থায় গত সাত মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণ বেড়েছে ৪ হাজার ১৩৮ কোটি টাকা। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণ দাঁড়িয়েছে ৬৮ হাজার ৭৫০ কোটি টাকা। তবে এসময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ কমে এসেছে। এক মাসের ব্যবধানে ২ হাজার ৬২৭ কোটি টাকা কমেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের মোট ঋণ ২১ হাজার ১৮ কোটি টাকা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog