1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

ভুল পথে গেলে সাবধান করবে গুগল ম্যাপ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৩৩৫ বার

বিগত কয়েক বছর ধরেই গুগল ম্যাপে নিয়মিত নতুন ফিচার যোগ হচ্ছে। বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই ন্যাভিগেশন অ্যাপ। এবার গাড়ি চলার সময় কাজে লাগবে গুগল ম্যাপের নতুন এ ফিচার।

নতুন ফিচার ট্যাক্সি চড়ার সময় ড্রাইভার কোন কারণে অন্য পথে চললে সতর্ক করে দেবে গুগল ম্যাপ। যেসব মানুষ নিয়মিত ট্যাক্সি চড়ে যাতায়াত করেন তাদের জন্য নতুন ফিচার কাজে লাগবে।

ধরুন আপনি কোন নতুন জায়গায় পৌঁছলেন, যেখানের রাস্তাঘাট আপনি বিশেষ চেনেন না। এই পরিস্থিতিতে এবার গুগল ম্যাপের নতুন ফিচারের ফলে সুরক্ষিত থাকা যাবে। ট্যাক্সিতে ওঠার সময় ড্রাইভার কোনো কারণে অন্য পথ ধরলে সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে গুগল ম্যাপ।

কীভাবে গুগল ম্যাপের নতুন ফিচার এনেবেল করবেন? জেনে নিন-

পদক্ষেপ -১: গুগল ম্যাপে গন্তব্য সার্চ করে ন্যাভিগেশন শুরু করুন।

পদক্ষেপ -২: এবার উপরে ড্রাইভিং অপশন সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করার পরে নিচে ‘স্টে সেফার’ অপশন দেখতে পাবেন।

পদক্ষেপ -৩: ‘স্টে সেফার’ অপশনের অধীনে ‘গেট অফ রুট অ্যালার্ট’ এনেবেল করে দিন।

ফলে কোনো কারণে গন্তব্যের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় গাড়ি চলতে শুরু করলে তা জানিয়ে দেবে গুগল ম্যাপ।

 

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog