1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:২০ অপরাহ্ন

প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বিসিবি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ২৯৭ বার

পারিশ্রমিক বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে গত অক্টোবরে ক্রিকেটারদের ধর্মঘটে টালমাটাল হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন। আন্দোলনের সময় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের সংখ্যা ৩০ জনে উন্নীত করার দাবি জানিয়েছিলেন ক্রিকেটাররা। অনেক নাটকীয়তার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিকাংশ দাবি মেনে নিলেও কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি রাখেনি বিসিবি।

মঙ্গলবার বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ১৭ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। তবে প্রতি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য কত পারিশ্রমিক তা জানায়নি বোর্ড।

প্রথমে নাম বাদ পড়লেও বিসিবি ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় এ প্লাস ক্যাটাগরিতে নাম এসেছে ব্যাটসম্যান সৌম্য সরকারের। সাদা বলের ক্রিকেটে এ প্লাস ক্যাটাগরিতে আছেন এ বামহাতি ব্যাটসম্যান। ১৭ ক্রিকেটারের মধ্যে সাতজন সাদা ও লাল উভয় বলের চুক্তিতেই রয়েছেন। ছয়জন সাদা বল এবং চারজন শুধুমাত্র লাল বলের চুক্তিতে আছেন।

মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল সাদা ও লাল উভয় বলের চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার এ প্লাস ক্যাটাগরিতে থাকলেও তারা শুধু সাদা বলের চুক্তিতে আছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ ক্যাটাগরিতে শুধুমাত্র লাল বলের চুক্তিতে আছেন।

লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ সাদা ও লাল উভয় বলের চুক্তিতে আছেন। তাদের ক্যাটাগরি বি। অন্যদিকে তাইজুল ইসলাম একই ক্যাটাগারিতে লাল বলের চুক্তিতে এবং ডি ক্যাটাগরিতে সাদা বলের চুক্তিতে আছেন। এদিকে মোস্তাফিজুর রহমান বি ক্যাটাগরিতে সাদা বলের চুক্তিতে আছেন।

মোহাম্মাদ মিথুন ডি ক্যাটাগরিতে লাল বলের চুক্তিতে এবং সি ক্যাটাগরিতে সাদা বলের চুক্তি আছেন। নাজমুল হোসেন শান্ত ডি ক্যাটাগরিতে লাল ও সাদা উভয় বলের চুক্তিতে আছেন। অন্যদিকে নাঈম হাসান, আবু জায়েদ রাহী এবং ইবাদত হোসেন ডি ক্যাটাগরিতে লাল বলের চুক্তিতে আছেন। মোহাম্মাদ সাইফউদ্দিন সি ক্যাটাগরিতে এবং আফিফ হোসেন ও মোহাম্মাদ নাঈম ডি ক্যাটাগরিতে সাদা বলের চুক্তিতে আছেন।

মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি সাকিব আল হাসান এবং আরও আট ক্রিকেটার আগের চুক্তি থেকে বাদ পড়েছেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog