ক্রিকেট মাঠে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির কেরামতি দেখেছেন দর্শক-সমর্থকরা। কিন্তু তিনি যে ভালো র্যাপ করতে আর নাচতেও পারেন, তা ক’জনইবা জানে! প্রিমিয়ার ফুটসাল লীগের অফিসিয়াল গানের প্রচারণামূলক ভিডিওতে দেখা যাচ্ছে এই দৃশ্য।
‘নাম হ্যায় ফুটসাল’ শিরোনামের গানটি তৈরি করেছেন অস্কারজয়ী সুরকার এআর রাহমান। এতে তার সঙ্গে র্যাপ করেছেন ফুটসাল লীগের শুভেচ্ছাদূত বিরাট। চেন্নাইয়ে রাহমানের স্টুডিওতে এর রেকর্ডিং হয়। ভিডিওটির জন্য দু’জনকে একসঙ্গে নেচেছেন। উভয়ে পরেছেন কালো রঙের পোশাক।
প্রিমিয়ার ফুটসাল লীগ শুরু হবে আগামী ১৫ জুলাই। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, গোয়া, কোচি, হায়দরাবাদ ও বেঙ্গালুরু।
ফুটবলের সংক্ষিপ্ত ও দ্রুততম সংস্করণের নামই হলো ফুটসাল। ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় এটি বেশ জনপ্রিয়। প্রতি দলে পাঁচজন খেলোয়াড় থাকেন এই খেলায়।