1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন

নিজের ফাঁদে নিজে | কাজল বিনতে শাহিদা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ২৮২ বার

গত বছর মাঘে
শেয়াল এবং বাঘে
সন্ধি করে বন্ধু হল দু’জন
বনের সিংহ হাতি
ভাবলো দিবা রাতি
বাঘ শেয়ালে হয় কি কভু সুজন।
শেয়াল বেটার ফন্দি!
বাঘকে করে বন্দি
বনের রাজা শেয়াল হয়ে বুঝি-
গেড়ে বসে আসন
করে স্বৈর শাসন
কাটবে বনের সব পশুর রুজি।
আর দেরি নয় আজই
সবাই হলো রাজি
বাঘ মামাকে বলতে হবে খুলে
শেয়ালের এই ফাঁদে
বাঘ না যেন বাঁধে
বরং তাকে মারবে মাথায় তুলে।
শুনে আসে পাশে
শেয়াল মরে ত্রাসে
বাঘের সামনে পড়লে হবে কি যে!
পা ভেঙে হয় চুর
বুক কাপে ধুর ধুর
নিজের ফাঁদে মরবো এখন নিজে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog