1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

সূচক কমে সপ্তাহ শুরু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৩২২ বার

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুন) উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনশেষে কমেছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

তার আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

বোরবার প্রায় সব খাতের শেয়ারের দাম কমলেও বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে তথ্য প্রযুক্তিখাতের কোম্পানিগুলোর। উভয় বাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানির মধ্যে ৫টির দাম বেড়েছে, কমেছে ২টির।

ফলে দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৫ কোটি টাকা। এর আগে গত ১৫ মে ডিএসইতে লেনেদেন হয়েছিলো ২৫৮ কোটি টাকা। যা প্রায় দেড় মাসের মধ্যে সবনিম্ন লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত। এতে সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২০টি কোম্পানির ৮ কোটি ৬৩ লাখ ০১ হাজার ৯০৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ২৬৫ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১১ কোটি ৬০ লাখ টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১.২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ০.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৩.৭২ পয়েন্ট কমে ৮ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ১০ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৩৬ লাখ টাকার। তার আগের দিন ১৯ কোটি ৫৪ টাকার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog