ফিলিপাইনের ম্যানিলায় জাঁকজমকপূর্ণ ‘ডেল সাউথ এশিয়া অ্যান্ড কোরিয়া চ্যানেল সামিট ২০১৬’তে টপ এসএডিএমজি কমার্শিয়াল পার্টনারের পুরস্কার পেয়েছে বাংলাদেশের স্মার্ট টেকনোলজিস লিমিটেড।
ডেল’র এন্টারপ্রাইজ সিস্টেম ও ক্লায়েন্ট পোর্টফলিও গ্রুপ পণ্যের ব্যবসায়ে বিশেষ অবদান রাখায় দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্যের পরিবেশককে এই সম্মাননা প্রদান করা হয়।
ডেল সাউথ এশিয়ান ডেভেলপিং মার্কেটিং গ্রুপের (এসএডিএমজি) জেনারেল ম্যানেজার হারজিৎ সিং এর হাত থেকে পুরস্কারটি গ্রহন করেন স্মার্ট টেকনোলজিসের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
উল্লেখ্য, ডেল’র এসএডিএমজি‘তে অন্তর্ভূক্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভূটান সহ উদীয়মান আরো কয়েকটি দেশ।