1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন

জানেমান আহ’ পরিণীতি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ২৫৪ বার

দেড় বছর ধরে বড় পর্দায় নেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মনীষ শর্মার ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় ফিরবেন তিনি। তার আগে ‘ঢিশুম’ ছবির আইটেম গানে দেখা যাবে তাকে।

শুক্রবার (৮ জুলাই) গানটির টিজার ছাড়া হয়েছে ইউটিউবে। এর শিরোনাম ‘জানেমান আহ’। এতে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে নেচেছেন পরিণীতি। কালো পোশাকে মেদ ঝরিয়ে ফেলা ‘ইশাকজাদে’ তারকাকে আকর্ষণীয় লাগছে।

এবারই প্রথম কোনো ছবির আইটেম গানে নাচলেন পরিণীতি। ‘ঢিশুম’-এ বরুণের সহশিল্পীরা হলেন জন অ্যাব্রাহাম, জ্যাকলিন ফার্নান্দেজ, অক্ষয় খান্না। স্বল্প উপস্থিতির চরিত্রে আছেন নার্গিস ফাখরি। রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ জুলাই।

এদিকে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে পরিণীতির বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। তাকে দেখা যাবে বাঙালি লেখক অভিমন্যু রয় চরিত্রে। আর পরিণীতি অভিনয় করছেন স্বপ্নবাজ গায়িকার ভূমিকায়। এ ছবির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হচ্ছে তার। কলকাতায় মে মাসে এর দৃশ্যায়ন শুরু হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog