1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

নিস্প্রভ ফরাসি তারকা গ্রিজম্যান

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ২৪৪ বার

ঢাকা: বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আসে স্বাগতিক ফ্রান্স। ফ্রান্সের হয়ে দুটি গোলই করেন অঁতোয়ান গ্রিজমান। তবে ফাইনালে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন সেই ফরাসি তারকা। পাক্কা ৯০ মিনিট (অতিরিক্ত সময় বাদে) খেলেও কোনো গোল করতে পারেননি তিনি। উল্টো হারিয়েছেন সহজ কয়েকটি সুযোগ।

এতে চিন্তার ভাঁজ ফ্রান্স ভক্তদের কপালে। তাদের বড় তারকাই আজ নিস্প্রভ। সেই সঙ্গে খেলার প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে দুটি হেড করে গোলের সুযোগ হারান সাত নম্বর জার্সিধারী।

বুট জেতার দৌড়ে সবার আগে গ্রিজম্যান। টুর্নামেন্টে তার গোল সংখ্যা সবচেয়ে বেশি ছয়টি।

রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিসে ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog