ঈদুল ফিতরের টানা ১২ দিনের ছুটি শেষে বুধবার (১৩ জুলাই) খুলেছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সব কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি চলছে।
হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ১৩ জুলাই বিশ্ববিদ্যালয় খুলেছে।