1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

খাবার ভাগাভাগি গিনিপিগ পনিও করে না!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৩৬৯ বার

প্রিয় খাবার কি কারও সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে? উহু, পিজ্জা টিজ্জা খাওয়ার সময় তো করেই না। আর গিনিপিগ পনিও তো কোনো খবারই শেয়ার করে না বন্ধুদের সঙ্গে।

সাদা আর বাদামি তুলেতুলে পনিওর আরও কয়েকটা বন্ধু রয়েছে। শুধু পিজ্জার বেলায় হলে না হয় মানা যেতো। কিন্তু শসা, গাজর খাওয়ার সময়ও যদি অন্য গিনিপিগরা ভাগ বসাতে আসে, অমনি পনিও গাজর, শসা দিয়েই মারপিট করতে থাকে ওদের সঙ্গে। খাবার যাই হোক, নিজের খাবার উদ্ধার করতে লড়াই সে করেই ছাড়ে। তার দুষ্টু-মিষ্টি আচরণ তাকে এরমধ্যেই অনলাইন সেলিব্রেটি করে তুলেছে। ফলোয়ারের লাইন ছেড়েছে ৮০ হাজার।

দুষ্টু লড়াকু পনিওর ভেজিটেবল লড়াই দেখতে হলে ক্লিক করুন সংযুক্ত ভিডিওটিতে!

তথ্যসূত্র: ইন্টারনেট

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog