1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

দশ বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সালমানকে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৩৪৭ বার

গুগলে গত দশ বছরে ভারতের যেসব তারকাকে বেশি খোঁজা হয়েছে তার তালিকা প্রকাশিত হলো। এতে অভিনেতাদের মধ্যে শীর্ষে আছেন সুপারস্টার সালমান খান। ২০০৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত পর্যালোচনা করে এই ফল বেরিয়েছে।

দুই নম্বরে আছে শাহরুখ খানের নাম। তিন নম্বরে স্থান পেলেন অক্ষয় কুমার। অভিনেতাদের তালিকায় চার নম্বরে থাকা অমিতাভ বচ্চন পুরনো দিনের অভিনেতাদের তালিকায় আছেন শীর্ষে। এখানে তার নিচে আছেন কমল হাসান ও রাজেশ খান্না।

পাঁচ থেকে দশ নম্বরে রয়েছে যথাক্রমে রজনীকান্ত, হৃতিক রোশন, শহিদ কাপুর, রণবীর কাপুর, আমির খান ও ইমরান হাশমির নাম। পুরনো অভিনেত্রীদের মধ্যে পয়লা অবস্থান রেখার দখলে। এরপর আছেন যথাক্রমে শ্রীদেবী ও মধুবালা।

ইন্টারনেটে মানুষ বেশি খুঁজেছে এমন অভিনেত্রীদের মধ্যে তালিকার এক নম্বরে আছেন সানি লিওন। তারপর আছেন যথাক্রমে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর খান, কাজল আগারওয়াল, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, তামান্না ভাটিয়া, আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহা।

সংগীতশিল্পীদের তালিকায় এক নম্বরে আছেন ইও ইও হানি সিং। এরপর আছেন যথাক্রমে আতিফ আসলাম, অরিজিৎ সিং, লতা মঙ্গেশকর, সনু নিগাম, কিশোর কুমার, শ্রেয়া ঘোষাল, কুমার শানু। হিমেশ রেশামিয়া, সুনিধি চৌহান।

গুগল ইন্ডিয়ার মার্কেটিং হেড স্বপ্না চাধা জানান, প্রিয় তারকার খোঁজ পেতে ভারতীয়রা এক দশক ধরে অন্য সময়ের তুলনায় ইন্টারনেট বেশি ব্যবহার করছেন।

একনজরে পুরো তালিকা
অভিনেতা
১. সালমান খান। ২. শাহরুখ খান। ৩. অক্ষয় কুমার। ৪. অমিতাভ বচ্চন। ৫. রজনীকান্ত। ৬. হৃতিক রোশন। ৭. শহিদ কাপুর। ৮. রণবীর কাপুর। ৯. আমির খান। ১০. ইমরান হাশমি।

অভিনেত্রী
১. সানি লিওন। ২. ক্যাটরিনা কাইফ। ৩. কারিনা কাপুর খান। ৪. কাজল আগারওয়াল। ৫. দীপিকা পাড়ুকোন। ৬. ঐশ্বরিয়া রাই বচ্চন। ৭. প্রিয়াঙ্কা চোপড়া। ৮. তামান্না ভাটিয়া। ৯. আলিয়া ভাট। ১০. সোনাক্ষী সিনহা।

পরিচালক
১. প্রভু দেবা। ২. করণ জোহর। ৩. ফারহান আখতার। ৪. রাজ কাপুর। ৫. রামগোপাল ভার্মা। ৬. ফারাহ খান। ৭. অনুরাগ কাশ্যাপ। ৮. যশ চোপড়া। ৯. রোহিত শেঠি। ১০. রাজকুমার হিরানি।

চলচ্চিত্র
১. পিকে। ২. কাহানি। ৩. বাহুবলী। ৪. আশিকি টু। ৫. ধুম থ্রি। ৬. কিক। ৭. বজরঙ্গি ভাইজান। ৮. হ্যাপি নিউ ইয়ার। ৯. হিরো। ১০. এক ভিলেন।

সংগীতশিল্পী
১. হানি সিং। ২. আতিফ আসলাম। ৩. অরিজিৎ সিং। ৪. লতা মঙ্গেশকর। ৫. সনু নিগাম। ৬. কিশোর কুমার। ৭. শ্রেয়া ঘোষাল। ৮. কুমার শানু। ৯. হিমেশ রেশামিয়া। ১০. সুনিধি চৌহান।

ক্লাসিক/পুরনো অভিনেতা
১. অমিতাভ বচ্চন। ২. কমল হাসান। ৩. রাজেশ খান্না। ৪. মিঠুন চক্রবর্তী। ৫. রাজ কুমার। ৬. ধর্মেন্দ্র। ৭. দিলীপ কুমার। ৮. দেব আনন্দ। ৯. রাজ কাপুর। ১০. ঋষি কাপুর।

ক্লাসিক/পুরনো অভিনেত্রী
১. রেখা। ২. শ্রীদেবী। ৩. মধুবালা। ৪. হেমা মালিনী। ৫. জিনাত আমান। ৬. ডিম্পল কাপাডিয়া। ৭. মুমতাজ। ৮. মীনা কুমারি। ৯. পারভীন ববি। ১০. সায়রা বানু।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog