গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শবে-কদর এবং ঈদ-উল- ফিতরের ছুটি শেষে ১৮ জুলাই (সোমবার) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে।
শনিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৮ জুলাই সোমবার থেকে সব বিভাগের ক্লাস শুরু হবে। এরই মধ্যে ১৩ জুলাই বুধবার থেকে অফিসের সব ধরনের কার্যক্রম চলবে।
প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে এরই মধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
এর আগে, ৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত সব বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ৩ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সব আবাসিক হল বন্ধ রাখা হয়।