বিনোদন ডেস্ক : ‘বিজলী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ববি হক। এবার কলকাতার সিনেমায় অভিনয়ের কথা জানালেন এই অভিনেত্রী। ‘রংবেরং’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
সিনেমাটি পরিচালনা করবেন বিক্রম চোপড়া। তবে এতে ববির সঙ্গে কে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।
এ প্রসঙ্গে ববি হক বলেন, ‘গত বছর কলকাতার সিনেমায় অভিনয় করার কথা ছিল কিন্তু শিডিউল জটিলতার কারণে তা করা হয়নি। তবে এবার আর সে জটিলতা নে্ই, তাই আর মিস হচ্ছে না। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নতুন এ সিনমোর শুটিং শুরু করব।’
মালয়েশিয়া, লন্ডন, সিঙ্গাপুর সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। সিনেমাটির কিছু অংশ প্রযোজনাও করতে পারেন ববি হক।