1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
সোমবার, ২৭ জুন ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ন

স্পেস অ্যাপস বাংলাদেশের বৈঠক নাসার সাথে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ১৬৭ বার

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রধান কার্যালয় ওয়াশিংটনে নাসা এবং স্পেস অ্যাপস বাংলাদেশের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সিটিও দেবরা দিয়াজ, ওপেন ইনভেনশনস প্রোগ্রাম ম্যানেজার বেথ বেক ও নাসার সিনিয়র ইন্টারন্যাশনাল রিলেশন স্পেশালিস্ট নিল নিউমেন উপস্থিত ছিলেন।

স্পেস অ্যাপস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কনভেনর আরিফুল হাসান অপু, আন্তর্জাতিক উপদেষ্টা মাহাদি জামান ও ডিআইইউ‘র সফটওয়্যার  ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌহিদ ভুইঞা।

সংশ্লিষ্ট সুত্র মতে, স্পেস অ্যাপস প্রোজেক্ট অ্যাকসেলেরেটর, নাসা ইনোভেশন সেন্টার সহ বাংলাদেশ থেকে কিভাবে নাসার সাথে শিক্ষার্থী, পেশাদাররা কাজ করতে পারবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়।

আগষ্টে অনুষ্ঠিতব্য প্রজেক্ট অ্যাকসিলেরেটর প্রোগামের কারিগরি বিষয় নিয়েও আলোচনা হয় এসময়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিরা বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে অবহিত করলে স্তোফান প্রশংসা করেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog