1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন

ক্রেতাদের উন্নত সেবা দেয়ার প্রতিশ্রুতি লিডস গ্রুপের

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ২৬৬ বার

ক্রেতাদের উন্নত সেবা নিশ্চিত করতে আটটি মূলনীতি ও আদর্শ পালন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান লিডস্ গ্রুপ।

 

বৃহস্পতিবার (জুলাই ২১) রাজধানীর হোটেল পূর্বাণীতে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ ওয়াহিদ এ কথা জানান।

তিনি বলেন, সততা, সম্মান, একতা, দক্ষতা, সাহসিকতা, ধারাবাহিক উন্নতি, ক্রেতার প্রতি একনিষ্ঠতা এবং পরিবেশবান্ধবতা এই আটটি মূলনীতি ও আদর্শ প্রতিষ্ঠানের সদস্যদের চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে এবং ক্রেতাদের উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মূলনীতি নিয়ে আলাদা আলাদা প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন লিডস গ্রুপের কর্মীরা। এসব আলোচনায় মূলনীতিগুলোর প্রয়োজনীয়তা এবং জীবনে এর প্রয়োগ কিভাবে হতে পারে তা উঠে আসে। এগুলোর অভাবে পেশাগত ও ব্যক্তি জীবনে কি কি সমস্যা হতে পারে তাও তুলে ধরেন লিডসের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে কোম্পানির মূলনীতি ও আদর্শ বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ কয়েকজন নিবেদিত প্রাণ কর্মীকে পুরস্কৃত করা হয়। এ সময় কোম্পানির পরিচালক, শীর্ষ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog