1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১০ অপরাহ্ন

মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন ট্রাম্প

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ২২৬ বার

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের শেষ দিনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণকালে তিনি একথা বলেন।

ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসন ও মাদক চালান রুখতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর স্থাপন করা হবে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।

তিনি জানান, তিনি নির্বাচিত হলে দেশ থেকে সন্ত্রাস দূর করবেন। সামরিক বাহিনীকে ঢালাওভাবে নতুন করে সাজাবেন।

বক্তৃতাকালে তিনি ওবামা প্রশাসনের বাজেটের বিষয়েও সমালোচনা করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog