ঢাকা প্রতিনিধি :বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।
এডিপি বাস্তবায়ন নিয়ে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এমন প্রশ্নে মুহিত বলেন, ‘এখানে বেসিক প্রোবলেম হলো কর্ডিনেশন।’
‘ট্রেজারিগুলোর খুব দুরবস্থায় আছে। সেজন্য আমরা তাদের (ডিসি) বলেছি জনপ্রশাসন মন্ত্রণালয় যদি দেশব্যাপী ট্রেজারি কনস্ট্রাকশনে একটা প্রজেক্ট নেয়, আমরা সেটা সাপোর্ট করব।’
‘অবসরের পর সরকারি চাকরিজীবীদের ঘরবাড়ি নির্মাণের ঋণ নেওয়ার সমস্যা হয়, এসব বিষয়ে তারা বলেছেন। আসলে সব সরকারি চাকরিজীবীরই এই সমস্যা হয়। আমরা ইতোমধ্যে দেখছি অন্য দেশে কীভাবে এই সমস্যার সমাধান হয়।’
মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই কার্যঅধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।