1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

লালপুরে দুর্বৃত্ত হামলায় আ’লীগ নেতা নিহত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ২৪৬ বার

নাটোর: লালপুর উপজেলার এবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বর আব্বাস উদ্দিন (৫৫) দুর্বৃত্ত হামলায় মারা গেছেন।

শনিবার (৩০ জুলাই) রাত সোয়া ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৮টার দিকে বরমহাটি স্কুলের কাছে তিনিসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা উজির আলী শেখ (৬২) দুর্বৃত্তদের হামলায় আহত হন।

আব্বাস উদ্দিন লালপুর উপজেলার বরমহাটি গ্রামের মৃত বলাই শেখ ও উজির আলী শেখ একই গ্রামের মৃত কমর উদ্দিন শেখের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, আব্বাস উদ্দিন ও আওয়ামী লীগ নেতা উজির আলী শেখ রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বরমহাটি স্কুলের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে আব্বাস উদ্দিনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়।

আহত ওয়ার্ড আওয়ামী লীগের নেতা উজির আলী শেখকে (৬২) লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান ওসি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog