1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন

প্রেমিকার জন্য ঈদ উপহার ছাগল!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ২৪৬ বার

কোরবানি ঈদকে সামনে রেখে শাহতাজের বান্ধবীরা তাদের প্রেমিকের কাছ থেকে দামি দামি উপহার পাচ্ছে। কেউ হীরার আংটি, কেউবা আবার দামি পোশাক। এসব শুনে তার হিংসা হচ্ছে।

তাই প্রেমিক মিশু সাব্বিরকে শাহতাজ বলেই ফেলেন, ‘আমার ঈদের গিফট দিচ্ছো না কেনো!’ প্রেমিকার মন রক্ষার্থে মিশু বললেন, ‘আমি যে গিফট তোমাকে দিবো তা অন্য কেউ তার প্রেমিকাকে কোনোদিন দেয়নি। একটু ধৈর্য ধরো।’

উপহার পাবেন জেনে শাহতাজ সে-কি খুশি! ঈদের আগের দিন মিশু প্রেমিকার জন্য দুটি ছাগল আনলেন। একটি সাদা, অন্যটি কালো। সঙ্গে একই রকম দুটো ছাগলের বাচ্চাও আছে। ছাগল দেখে শাহতাজ তো হতবাক! কিন্তু বিপত্তি ঘটে যখন মিশু বলেন, ‘সাদা ছাগলটা আমি আর কালোটা তুমি।’

এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিফট’-এর গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। তিনি বাংলানিউজকে বললেন, ‘হাস্যরসাত্মক গল্পটির মাধ্যমে হিংসা-বিদ্বেষ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।’

ছাগলগুলো প্রসঙ্গে পরিচালক আরও বললেন, ‘চারটি ছাগলই কেনা হয়েছিলো টঙ্গী থেকে। শুটিং শেষে বড় ছাগল দুটো জবাই দিয়ে আমরা ইউনিটের সবাই ঈদ উদযাপন করেছি।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog