উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ব্রাজিলিয়ান তারকা দানিলোর গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে জিদানের শিষ্যরা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগের ম্যাচে চেলসিকে হারানো রিয়াল এ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে বায়ার্নের বিপক্ষে মাঠে নামে। দলের প্রথম একাদশে জায়গা পান ইসকো, লুকা মাদ্রিচ ও হামেস রদ্রিগেস। এছাড়া মাঠে নামেন নিয়মিত অধিনায়ক রামোস। তবে প্রথমার্ধে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না কোন দল। দুই দলের ফরোয়ার্ডের ব্যর্থতায় ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচটি। তবে ১১ মিনিট বাকি থাকতে দূরপাল্লার দুর্দান্ত শটে রিয়ালকে জয় এনে দেন বদলি হিসেবে নামা ব্রাজিলের রাইট ব্যাক দানিলো।
উল্লেখ্য, মৌসুমের নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে আগামী ৯ অগাস্ট সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল।