নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেছেন, জাতীয় ঐক্য হাতের মোয়া নয়। জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো জাতীয় ঐক্য নয়। কারণ ওরা খুনি।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে রেডিমেট গার্মেন্টস ফেডারেশন ও ঢাকা জেলা সিএনজি, অটোরিক্সা, মিশুকচালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত ‘রুখো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, বাঁচাও শ্রমিক-বাঁচাও দেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহনমন্ত্রী বলেন, গুলশানে ও শোলাকিয়ায় ইসলামের শ্লোগান দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। যারা এ কাজ করেছে, এরা কিছুতেই মুসলমান বা ইসলামের রক্ষক হতে পারে না। জঙ্গিরা বিদেশি টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গার্মেন্টস শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, ওয়ার্কার্স পার্টি মহানগর নেতা আবুল হুসাইন, কৃষক-শ্রমিক-পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রেডিমেট গার্মেন্টস ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমীন।