1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

রিও অলিম্পিক নিয়ে গুগলের ডুডল

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ২৯৩ বার

বিশ্বজুড়ে অলিম্পিক গেমসের উত্তেজনা। এতে পিছিয়ে নেই সার্চ ইঞ্জিন গুগলও। বিশেষ দিন বা উপলক্ষকে সামনে রেখে বরাবরই বিশেষ ডুডলের মাধ্যমে সাজানো হয় গুগলের হোমপেজ। তারই ধারাবাহিকতায় এবার গুগুলের হোমপেজে যুক্ত হয়েছে অলিম্পিক নিয়ে ডুডল।

বিশেষ ডুডলের সঙ্গে আনা হয়েছে অলিম্পিকের আদলে তৈরি ফ্রুট গেমস। এসব খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

ফ্রুটস গেমের একটি ভিডিও আপলোডও করেছে গুগল। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গেমটির অ্যানড্রয়েড ও আইওএস সংস্করণ ছাড়া হয়েছে। গুগল প্লেস্টোর ও অ্যাপল স্টোর থেকে গেমটি ডাউনলোড করে নেয়া যাবে।

ফ্রুট গেমসের মধ্যে আলাদা সাতটি খেলা রয়েছে। আর গেমগুলো সাজানো হয়েছে অলিম্পিকের বিভিন্ন গেমসের আদলে।

এবারের অলিম্পিকে ২০৬ দেশের অংশগ্রহণে ৩০৬ স্বর্ণপদকের লড়াইয়ে রয়েছেন সাড়ে ১০ হাজার অ্যাথলেট। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় মারাকানা স্টেডিয়ামে এই গ্রেটেস্ট শো আন আর্থের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন ৬০ হাজার দর্শক। ঘরে বসে টেলিভিশনের পর্দায় তা উপভোগ করেছেন ৩ বিলিয়ন দর্শক।

https://www.google.com.bd/logos/doodles/2016/2016-doodle-fruit-games-day-2-5749930065920000-hp.gif

প্রায় ১১ হাজার অ্যাথলেটের মিলনমেলার বড় আকর্ষণ এই প্যারেডে বাংলাদেশের পতাকা বহন করেন গলফার সিদ্দিকুর রহমান।

এবারই প্রথমবারের মত অলিম্পিকে অংশ নিচ্ছে কসোভো ও দক্ষিণ সুদান। রিও অলিম্পিক আসরের সবচেয়ে বড় দল যুক্তরাষ্ট্র। মোট ৫৫৪ জন মার্কিন খেলোয়াড় এবারের আসরে প্রতিযোগিতা করবেন। এবারের সর্বকনিষ্ঠ অ্যাথলেট ১৩ বছর বয়সী নেপালি সাঁতারু গৌরিকা সিং।

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে এবারের অলিম্পিকে মশাল প্রজ্বলন করবেন বলে প্রথমে জানানো হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে পেলে শেষ পর্যন্ত মশাল প্রজ্বলন থেকে বিরত থাকেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog