বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) -এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, সন্ত্রাস প্রতিরোধে দেশের জনগণকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দেশের মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে এদেশে জঙ্গি সন্ত্রাসবাদের কোন স্থান হবে না।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র অন্যতম শরীক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নাজমুল হুদা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই একটি গোষ্ঠী জঙ্গিবাদী তান্ডব চালিয়ে যাচ্ছে। এতে মদদ দিচ্ছে দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল।
তিনি আরো বলেন, এ মুহূর্তে দেশ ও জাতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সকল দেশপ্রেমিক নাগরিকদের ইস্পাত দৃৃঢ় ঐক্য ধারণ করতে হবে। এ ঐক্যের কোন বিকল্প নেই।
সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, গুপ্তহত্যা ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনের সভাপতিত্ব করেন আয়োজক দলের চেয়ারম্যান এম. নাজিমউদ্দিন আল-আজাদ।