আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জম্মগতভাবে ঠোঁট ও তালুকাটা ২০ রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার করবে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
জন্মগতভাবে ঠোঁট বা তালুকাটা মানুষের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল বিনামূল্যে (মেডিসিনসহ) অপারেশনের উদ্যোগ নিয়েছে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ জন রোগীকে ফ্রি অপারেশন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. সামছুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম এ অস্ত্রোপচার করবে।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ জানান, বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় তাদের হাসপাতালে প্রতি মাসে এ ধরনের অপারেশন করা হয়।
তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে উপস্থিত হয়ে আগ্রহী রোগীর স্বজনরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানতে রোগীরা ৯৩৫০১৮০ অথবা ০১৭১৬-৩০৬৬৩১ নান্বারে যোগাযোগ করতে পারেন।