স্মার্ট ফোনে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য সুখবর। কোনো খরচ ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুক ইউজাররা।
সকাল, দুপুর, সন্ধ্যা। দিনভর আপনার নিত্যসঙ্গী ফেসবুক। ফেসবুকের হাজারো বন্ধু। অবসর সময় কাটাতে ফেসবুকের জুড়ি মেলা ভার।
কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়া ফেসবুক করা যায় না। এবার সেই বাধাও কাটতে চলেছে। ইন্টারনেট ছাড়াই ফেসবুক চলছে তরতরিয়ে।
কীভাবে, আসুন জেনে নেওয়া যাক…
ইউএসএসডি বা আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি ডাটা প্রযুক্তির সাহায্যে এই সুবিধা পাবেন স্মার্টফোন ব্যবহারকারীরা।
এই সুবিধা পেতে গেলে আপনাকে ডায়াল করতে হবে স্টার তিনশো পঁচিশ হ্যাজ (#) নম্বরে।
এরপর নিজের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন নিজের ফেসবুক প্রোফাইলে।
কোনো স্ট্যাটাস আপডেট দিতে আপনাকে একটি পয়সাও খরচ করতে হবে না। তবে অন্য কোনো প্রোফাইলের ওয়ালে কোনও কিছু পোস্ট করা, নোটিফিকেশন চেক করা, কিংবা ফেসবুকে কারোর সঙ্গে বন্ধুত্ব পাতানোর মত কাজ করতে গেলে খরচ করতে হবে দিন প্রতি মাত্র এক টাকা।
তবে খবরটি ভারতীয় গণমাধ্যম জিনিউজের বাংলাদেশের ব্যবহারকারীরা এ সুবিধা কবে নাগাদ পাবেন সে সম্পর্কে সেখানে কিছুই লেখা হয়নি।