1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

কর্পোরেট আস্কের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৩৩০ বার

নিজেকে কীভাবে তুলে ধরবেন, কীভাবে জীবনের লক্ষ্য খুঁজে পাবেন, কীভাবে ক্যারিয়ার গড়বেন, কীভাবে বিভিন্ন পরীক্ষার মোকাবেলা করবেন, কীভাবে নিজেকে সেরা প্রমাণ করবেন- এসব বিষয় নিয়ে ‘কর্পোরেট আস্ক’ আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মশালা।

আগামী ১৫ আগস্ট ‘হ্যাক ইউর ড্রিম জব’ শিরোনামের ওই কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষক
নিয়াজ আহমেদ, সিইও, কর্পোরেট আস্ক
মাশাহেদ হাসান সীমান্ত, ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার

কর্মশালার তারিখ: ১৫ আগস্ট ২০১৬
সময়: সকাল ০৯টা-সন্ধ্যা ০৭টা
স্থান: কর্পোরেট আস্ক ট্রেনিং রুম, পূরবী বাসস্ট্যান্ড, মিরপুর, ঢাকা।

কর্মশালার বিষয়
সিভি রাইটিং, কভার লেটার লেখা, অ্যাসেসমেন্ট সেন্টার, ইন্টারভিউ নেয়া-দেয়ার কৌশল, নার্ভাসনেস কাটানোর কৌশল এবং নিজেকে সেরা প্রমাণ করার কৌশল।

কর্মশালা ফি: ২,২০০ টাকা
যোগাযোগ: মুঠোফোন ০১৭১৭৫৭৭৭৪৬ অথবা ই-মেইল corporateask@gmail.com

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog