বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী উন্নয়ন প্রকল্পের ঋণ গ্রহীতাদের চলতি মাসের কিস্তি দেরিতে প্রদানের সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল)।
সোমবার মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। সভায় ব্যাংকের ডাইরেক্টররা ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
এসময় সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের বিনিয়োগ গ্রাহকদের চলতি মাসের কিস্তি দেরিতে প্রদানের সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।