1. sardardhaka@yahoo.com : adminmoha :
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন

নতুন গানের শুটিংয়ে সাগরপাড়ে নিরব-মম

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ২৩৫ বার

‘ভালোবেসে তোর হবো’ ছবির গানের শুটিংয়ে পাহাড়-ঝর্ণা চষে বেড়াচ্ছেন ছবির নায়ক-নায়িকা নিরব ও মম। এর আগে এই জুটি বান্দরবানের কোলঘেঁষা পাহাড়-ঝর্ণায় আচ্ছাদিত লোকেশনে ছবিটির টাইটেল গানের শুটিং করেন। এবার তারা নতুন গানের শুটিং করতে কক্সবাজার এসেছেন।

রোববার রাতেই তারা বান্দরবান থেকে কক্সবাজার পৌঁছান। নিরব-মম’র সঙ্গে আছেন গানের কোরিওগ্রাফার তানজিল আলম, প্রযোজক আবদুল মজিদ মিল্টন ছাড়া আরো অনেকে। এখানে চিত্রায়িত হবে ‘অন্তরে অন্তরে’ শিরোনামের একটি গান। লিমন আহমেদের কথায় গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন এবং সিঁথি। এর সুর ও সংগীতায়োজনও করেছেন আহমেদ হুমায়ূন।

momo

নিরব বলেন, ‘বান্দরবানে ঝুঁকি নিয়ে একটি গানের কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছি। এসময় আমার সঙ্গে মমও সামান্য আঘাত পেয়েছে। কিন্তু কাজের প্রতি আমাদের ডেডিকেশন আছে। তাই আঘাতটা গায়ে লাগেনি। উপভোগের মানসিকতা নিয়েই কাজ শেষ করেছি। এবার আমরা কক্সবাজার আছি। এখানে ছবির একটি রোমান্টিক গানের চিত্রায়ন হবে। দর্শকদের কাছে নতুন কিছু উপহার দেয়াই আমাদের উদ্দেশ্য।’

মম বলেন, ‘সবকিছু ঠিকমত আগাচ্ছে। দারুণ সব লোকেশনে শুটিং করছি। গানগুলোও হয়েছে বেশ শ্রুতিমধুর। আমার বিশ্বাস এই ছবির গল্প ও গান দর্শকের মন ছুঁয়ে যাবে।’

momo

এদিকে আগামী ১১ আগস্ট নিরব-মম ও পুরো ইউনিট ঢাকায় ফিরবে বলে জানা গেছে। ছবিটির দ্বিতীয় দফার কাজ হবে ঈদুল আজহার পর। এরপর নিরব ব্যস্ত থাকবেন অন্যান্য কাজ নিয়ে এবং মম মনোযোগী হবেন ঈদ নাটকের কাজে।

‘ভালোবেসে তোর হবো’ ছবিটি পরিচালনা কে করবেন তা এখনো জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান এমটি মিডিয়া ফিল্মস। তবে বান্দরবান ও কক্সবাজারে এ দায়িত্ব সমন্বয় করছেন আতিক রহমান। ধারণা করা হচ্ছে, তিনিই পেতে যাচ্ছেন পরিচালনার দায়িত্ব

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog