পুলিশের কাজে বাধা ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দুদিনের রিমান্ডে শেষে কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিক মমতাজ পারভীনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার অপর চার আসামি হলেন- মালিকের ছেলে মাজহারুল ইসলাম, তাদের সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
বুধবার দুদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে ঢাকা মহানগর হাকিম সরাফুদ জামান আনছারী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৭ আগস্ট ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম তাদের দুদিন করে রিমান্ড প্রদান করেন।
২ আগস্ট তাদের গ্রেফতার দেখিয়ে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম রিমান্ড শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করেন।
১ আগস্ট পুলিশের কাজে বাধা ও তথ্য গোপন করার অভিযোগে কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিক মমতাজ পারভীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।