1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন

সব ব্লেডের ধরন এক হওয়ার কারণ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ২৯০ বার

ব্লেড খুবই প্রয়োজনীয় একটি জিনিস। অনেক ধরনের কাজে এই ছোট্ট জিনিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নানা কাজে সাহায্য করতে ব্লেডের কোনো জুড়ি নেই। কিন্তু খেয়াল করে দেখেছেন, কেন প্রায় সব ব্লেডের ধরন একই রকম হয়?

প্রথমেই মনে হতে পারে, অনেক ক্ষেত্রে একটি ব্লেডকে ভেঙে দু’টুকরো করে নেয়ার জন্য এ ধরনের আকার বা শেপ। এ কথা একেবারে ভুল নয়। কেননা, দাড়ি কাটতে আগে ব্যবহার করা হত ক্ষুর। পুরনো ধাঁচের ক্ষুরের সঙ্গে ব্লেডের কোনো মিল ছিল না। পরে আর এক ধরনের ক্ষুর আসে, যাতে ব্লেড ভেঙে ঢোকাতে হয়।

কিন্তু সেখানেই শেষ নয়। আধুনিক রেডি-টু-শেভ রেজার বা ক্ষুর বের হওয়ার আগে ছিল থ্রি-পিস রেজার। এই থ্রি-পিস রেজার আজও পাওয়া যায়। একটি ডাঁটিতে দু’টি হোল্ডার পিস আলাদা করা। এই দু’টি হোল্ডারের মধ্যে রাখা হয় ব্লেড। তবে সময়ের ব্যবধানে তার জনপ্রিয়তা ফিকে হয়ে এসেছে।

এই হোল্ডারগুলোর মধ্যে ব্লেড যাতে অনায়াসে ঢুকে যায়, সে জন্যই ব্লেডের এই ধরনের শেপ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog