সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে শনিবার।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও জোটের দফতর বিষয়ক সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ আগস্ট শনিবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আলোচনা সভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতারা ও বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।