1. sardardhaka@yahoo.com : adminmoha :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১১:০৪ অপরাহ্ন

স্পেনে সাবেক স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ২৬৭ বার

স্পেনের কেন্দ্রীয় শহর জারাগোজার আরাগোনিয়া শপিং সেন্টারে সাবেক স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। ওই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এক নারী তার মেয়েকে নিয়ে একটি গ্যারেজের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেসময় এক ব্যক্তি ওই নারীকে গুলি করেন। ওই ব্যক্তি তার প্রাক্তন স্বামী। ওই নারীকে গুলি করার পর লোকটি নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে খবরে বলা হয়েছে।

ওই ঘটনার পর পরই লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হাতে এক ব্যক্তিকে মাটিতে শুয়ে পড়তে দেখেছেন। এরপর সাত থেকে আটবার গুলি চালানো হয়েছে এবং গাড়িতে করে হামলাকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog