‘সেদিন বঙ্গবন্ধুকে যারা নিষিদ্ধ করেছিল তারাই আজ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সব শহীদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
সভায় ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এক সময় রাষ্ট্রীয় প্রচার সংস্থা ও বেসরকারি গণমাধ্যমে বঙ্গবন্ধুর নাম নেয়া যেতো না। এসব নিষেধাজ্ঞা পেরিয়ে বঙ্গবন্ধু আজ বাংলাদেশের মানুষের চিন্তা ও মননের সঙ্গে জড়িয়ে পড়েছে।’
শোকের মাস আগস্টকে ঘুরে দাঁড়াবার মাস উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, সমাজতন্ত্রের প্রতীক, ধর্ম নিরপেক্ষতার প্রতীক। বঙ্গবন্ধু মানেই বাঙালির অফুরন্ত শক্তি। এ শক্তিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না।’
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ১৮ আগস্ট লন্ডনের একটি বিখ্যাত পত্রিকা বলেছিল, শেখ মুজিব রাষ্ট্রীয়ভাবে জনগণের হৃদয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাদের এই ভবিষ্যত বাণীটি সত্য বলে আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে।’
সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।