গত প্রায় চার বছর ধরে অনলাইন বিজ্ঞাপনের জন্য গুগল কোনো কমিশন দিচ্ছে না- এমন অভিযোগে দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞাপন সংস্থাগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু হয়েছে।
গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিমুখ আচরণের অভিযোগও রয়েছে। অর্থাৎ নতুন অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে আগে থেকেই গুগলের অ্যাপ আপলোড করা থাকে।
কেএফটিসি বলছে, তদন্তের পরই অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।