ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনিং শুরু হলেও এখনো যোগ দেননি সাকিব। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলতে গিয়ে জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা এনে দিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার। আর ছুটিতে গিয়ে স্ত্রী-কন্যাকে নিয়ে গলফ কোর্টে সময় কাটাচ্ছেন সাকিব।
এয়া আগে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেই স্ত্রী-কন্যাকে নিয়ে ছুটি কাটাতে শনিবার রাতেই উড়াল দিলেন আরেক দ্বীপ দেশ, মালদ্বীপে। পর্যটকদের জন্য সবসময়ই এই দ্বীপদেশটি খুব প্রিয়। সেখানেই এক বছর পূর্ণ না হওয়া কন্যা আলাইনা হাসান অব্রি এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে গেলেন সাকিব।
মালদ্বীপে পৌঁছে স্বপরিবারে তোলা সাকিবের একটি সেলফি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। জানা গেছে, মালদ্বীপে চারদিন থাকবেন সাকিব। সেখান থেকে আজ তার দেশে ফিরে আসার কথা রয়েছে।