1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

নির্ধারিত সময়ের একদিন আগেও নির্বাচন নয় : তোফায়েল

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ২৮০ বার

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিসের মধ্যবর্তী নির্বাচন? কী কারণে মধ্যবর্তী নির্বাচন? নির্ধারিত সময়ের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। এবং সেই নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

বিএনপির ডাকা ঐক্য প্রসঙ্গ তিনি বলেন, কার সঙ্গে ঐক্য হবে? যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে কেক কেটে ফুর্তি করে এবং যারা জঙ্গিদের সমর্থন করে এমনকি যারা কল্যাণপুরে নিহত সন্ত্রাসীদের পক্ষে কথা বলে তাদের সঙ্গে?

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog