1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

ফাইনালের যে ব্যর্থতা কষ্ট দেয় রোমারিও-নেইমারদের

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৩৮৮ বার

ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অথচ অলিম্পিক ফুটবলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা? একটি মাত্র সোনা জয়ের জন্য লড়াইটা কমও করেননি ব্রাজিলিয়ানরা। তিনবার ফাইনালে উঠেও সেই পদকটি গলায় ঝুলাতে পারেননি তারা। অলিম্পিক ফাইনালের সেই ব্যর্থতা এখনো কষ্ট দিচ্ছে রোমারিও-রেবেতো-নেইমারদের।

brazil

বুধবার রাতে মারাকানা স্টেডিয়ামে হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে চতুর্থবারের মতো অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল। রিও অলিম্পিকের প্রথম দুটি ম্যাচে ড্র করার পর নিজেদের খুঁজে পেয়েছেন নেইমার-জেসুসরা। এবারও কি ব্যর্থ হবে ব্রাজিল? নাকি প্রথমবারের মতো সোনা জিতে ইতিহাস গড়বে সেলেকাওরা? জানা যাবে আগামীকাল শনিবার। বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে সোনা নির্ধারণী ম্যাচে জার্মানির মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল।

brazil

গত অলিম্পিকের আসরেই অবশ্য অধরা সোনাটা ধরতে পারবেন নেইমাররা। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় তাদের। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়েন নেইমার-সিলভা-অস্কার-মার্সেলো-হাল্করা।

brazil

এর আগে ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। পরের আসর অর্থাৎ ১৯৮৮ সালে সিউল অলিম্পিকের ফাইনালে সোভিয়েত ইউনিয়নের কাছে ২-১ গোলে হার মেনেছিল সেলেওকাওরা। ব্যর্থতাই যদি সফলতার ভিত হয়, তাহলে এবার হয়তো ব্রাজিল জিততে পারে অধরা সোনা। কারণ, ঘরের মাঠের আসরে সোনাটা নিজেদের ঘরে তুলতে চেষ্টার কমতি নেই ব্রাজিলের!

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog