1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

বাড্ডায় ইসলামিক স্কুলে পুলিশের রাতভর তল্লাশি : আটক ১৮

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ২০৩ বার

রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্টে এলাকার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার বাড্ডা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে জানায়, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।’

ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর স্ত্রী ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন বলে বাড্ডা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog