1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন

চার বছর পর চঞ্চল-সারিকা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ২৮৭ বার

প্রায় চার বছর পর আবারো একসঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মডেল অভিনেত্রী সারিকা। এবার তারা জুটি বেঁধে `একজন জাদুকর` শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।

নাটকটি রচনা করেছেন ইসরাফিল বাবু এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। গেল শুক্রবার রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, `একজন জাদুকর` নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি। তাছাড়া প্রায় চার বছর পর সারিকার সঙ্গে কাজ করলাম। সবমিলিয়ে খুব ভালো লেগেছে নাটকটি করে। আশা করছি নাটকটি থেকে দর্শকরা ভালো কিছু পাবেন।`

সারিকা বললে, `চঞ্চল দাদা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন অভিনেতা। অনেকদিন পর তার সাথে কাজ করলাম। নাটকের গল্পটাও চমৎকার। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী।`

এদিকে, দীর্ঘ বিরতি ভেঙে আবারো পুরানো ছন্দে ফিরেছেন সারিকা। ক`দিন আগে `আমি তুমি` নামের একটি খণ্ড নাটকের মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটেছে। বর্তমানে তিনি প্রায় হাফ ডজন নাটকে কাজ করছেন। যেগুলো ঈদে প্রচারে আসবে।

জানা যায়, আগামী চঞ্চল-সারিকা অভিনীত ‘একজন জাদুকর’ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog