1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশিলবদের বিচার গণদাবিতে পরিণত হয়েছে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৩১৬ বার

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পেছনের কুশিলবদের বিচার আজ ১৬ কোটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে মোহাম্মদপুর ও আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগ।

নানক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। এখন কুশিলবদের বিচার করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এমএ লতিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. বাহাউদ্দিন নাছিম এমপি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান, নূরুল ইসলাম রতন, মোবাশ্বের চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog