জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘অন্ধকারের বন্ধ্যালোকে আলোর মশাল জ্বালো’ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে নবীনবরণ ও নাট্যোৎসব।
রোববার (২১ আগস্ট) এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক কাব্য কৃত্তিকা।
তিনি বলেন, যখন জঙ্গিবাদ, খুন, গুম, ধর্ষণে ছেঁয়ে গেছে দেশ, তখন জাহাঙ্গীরনগর থিয়েটার স্বপ্ন দেখে নবীনরাই হবে সে সময়ের কাণ্ডারি। মশালের আলোই দূর করবে অন্ধকার, নব সৃজনে দূর করবে সময়ের বন্ধ্যাত্বকে।
তাই প্রতি বছরের ন্যায় এবারো জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করেছে তিন দিনব্যাপী নবীনবরণ ও নাট্যোৎসব।
অনুষ্ঠানের ১ম দিন রোববার (২১ আগস্ট) থাকছে মানিক বন্দোপাধ্যায় রচিত ও আসিফুল ইসলামের নির্দেশিত নাটক প্রাগৈতিহাসিক, সোমবার (২২ আগস্ট) হাসনাত আব্দুল হাই রচিত ও সাজ্জাদ রাজিবের নির্দেশিত নাটক নভেরা, মঙ্গলবার (২৩ আগস্ট) থাকছে সজল ভট্টাচার্য রচিত ও সাজেদ ফাতেমীর নির্দেশিত নাটক বাজাও পাঞ্চজন্য।
প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চায়ন হবে।