1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন

মিরপুর-১০ এ দোকানের আগুন নিয়ন্ত্রণে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ১৮৯ বার

রাজধানীর মিরপুর-১০ নম্বরে আল হেলাল হাসপাতালের পাশে একটি ভবনের নিচতলার দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ৬ তলা ভবনটির নিচতলার কার্পেটের দোকানে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর ৬টি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। সকাল ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুরোপুরি নির্বাপন হয় ৯টা ৫০ মিনিটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য, গতকাল সোমবারই রাজধানীর বসুন্ধরা সিটি শিপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়ে দমকল বাহিনীকে। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে বসুন্ধরা সিটির আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ২৯টি ইউনিট।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog