1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

সিরিয়ায় সপ্তাহে প্রাণ গেল ৫০০ জনের

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ৩০৮ বার

ঢাকা: সিরিয়ায় প্রতিনিয়ত চলছে সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রায় প্রতিদিনই নিহত হচ্ছে নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক লোকজন।

দেশটির লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) নামে একটি সংগঠন জানিয়েছে, গত সপ্তাহে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৫ শতাধিক মানুষ।

এছাড়া ১৩ আগস্ট থেকে ১৯ আগস্টের এ সংঘর্ষের ঘটনাগুলোতে ৯৬ জন শিশু এবং ৭৩ জন নারী নিহত হয়েছেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি তথ্য বিবরণী প্রকাশ করে এলসিসি।

সংগঠনটি আরও জানায়, নিহতদের অধিকাংশই দেশটির আলেপ্পো, ইদলিব, দামেস্ক ও হামা এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সরকার ও বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধের সুযোগে ২০১৩ সালে আত্মপ্রকাশ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এরপর থেকে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধের পাশাপাশি আইএসের বিরুদ্ধে লড়াই শুরু করে।

এদিকে গত বছর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে আইএস ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। তার আগ থেকে আইএস নির্মূল করতে যুদ্ধক্ষেত্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog