1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

বিয়ের সাজে জাহিদ হাসান-পূর্ণিমা!

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ২৫৮ বার

বরের সাজে অভিনেতা জাহিদ হাসান। পরনে শেরওয়ানি, মাথার পাগড়িটা হাতে। পাশে নববধূর সাজে অভিনেত্রী পূর্ণিমা। তার কপালে টিকলি, নাকে নথ, চুলে বেণীতে তরতাজা ফুলের গোছা, দু`হাতে ঝিকমিক করছে রাঙা চুড়ি। হাতে মেহেদির আলপনা।

দেখেই মনে হচ্ছে জাহিদ হাসান-পূর্ণিমার বিয়ে হচ্ছে! আর এমনই একটি ছবি মঙ্গলবার রাত ১০টায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি দুষ্টুমি করে লেখেন `বিয়ে হলো নিউজ হলো না`।

মজার এই দৃশ্যটি একটি নাটকের। নাটকটির নাম `প্রিয় রঙ হলুদ`। এটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা ইমরাউল রাফাত।

পূর্ণিমা  বলেন, `নাটকের গল্পটা চমৎকার। পারিবারিক গল্পের আবহে এটি নির্মিত হচ্ছে। নাটকটি দর্শকদের দেখার আমন্ত্রণ রইলো।`

তিনি আরো বলেন, `বহুদিন পর জাহিদ হাসানের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে।`

নির্মাতা রাফাত জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) মগবাজারে নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২দিন শুটিং চলবে।

আগামী ঈদে `প্রিয় রঙ হলুদ` নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

উল্লেখ্য, জাহিদ হাসান-পূর্ণিমা দু`জনেই শোবিজের প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী। তারা জুটি বেঁধে এর আগে বেশকিছু কাজ করেছেন। যেমন- জনপ্রিয় সিরিয়াল লাল নীল বেগুনী, এক ঘণ্টার নাটক `ঘরের খবর পরের খবর`, টেলিফিল্ম `জলে ভাসা পদ্ম`।

এছাড়া তাদের একসঙ্গে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতেও পারফর্ম করতে দেখা গেছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog