বড় জয় দিয়েই লিগ কাপের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। মঙ্গলবার লিগ কাপের লড়াইয়ে বার্টন এলবিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
এলবিয়নের মাঠ পিরেল্লি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলেছে লিভারপুল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ওরিগি। এর সাত মিনিট পর নাথানিয়েল ক্রাইনেসের ক্রস থেকে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রবার্তো ফিরমিনহো। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অলরেডরা।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিভারপুল। ম্যাচের ৬১ মিনিটে টিম নায়লরের আত্মঘাতি গোলে ৩-০ ব্যবধানে আরও পিছিয়ে পড়ে এলবিয়ন। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে ড্যানিয়েল স্টুরিজের দুই গোলে আরও উচ্চতায় পৌঁছে যায় অলরেডসরা। বাকি সময় আর গোল না হলে ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।